টানা পাঁচ দিন পর ভারতে দৈনিক সংক্রমণ তিন লক্ষের নীচে নামল। একই সঙ্গে ২০ শতাংশের নীচে নেমেছে সংক্রমণের হার।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মঙ্গলবার(২৫ জানুয়ারি) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন দু’লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন। সোমবারের তুলনায় যা ১৬.৩৯ শতাংশ কম। সংক্রমণের হারও টানা পাঁচ দিন ১৫ শতাংশের উপর ছিল। সোমবার তা ২০ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু শেষ ২৪ ঘণ্টায় এই হার নেমে হয়েছে ১৫.৫২ শতাংশ।
মঙ্গলবার আড়াই লাখেরও বেশি নতুন আক্রান্ত হওয়ায় সংক্রমণের নিরিখে আমেরিকার পরই চলে এল ভারত। আমেরিকায় এই মুহূর্তে সাত কোটির মানুষ কোভিডে আক্রান্ত। ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ৪ কোটি। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থের সংখ্যাও বেড়েছে। এই সময়ের মধ্যে দু’লক্ষ ৬৭ হাজার ৭৫৩ জন সুস্থ হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে।
দৈনিক সংক্রমণে শীর্ষ স্থানে রয়েছে কর্নাটক। ওই রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৪২৬ জন। তার পরই রয়েছে তামিলনাড়ু (৩০,২১৫), মহারাষ্ট্র (২৮,২৮৬) এবং কেরল (২৬,৫১৪)।
খুলনা গেজেট/ এস আই