টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার হাতছানি দক্ষিণ আফ্রিকার সামনে। ১২০ বলে ১৭৭ রান করলেই প্রথম শিরোপার স্বাদ পাবে প্রোটিয়ারা। আইসিসির কোনো ইভেন্টে এই প্রথম ফাইনালে খেলছে দক্ষিণ আফ্রিকা। প্রথমার ফাইনালে ওঠা দলটিকে ট্রফি জয়ের ইতিহাস গড়তে হলে আজ ১৭৭ রান করতে হবে।
প্রোটিয়ার ফাইনাল মানে অনেক অনিশ্চিয়তা। এমন অবস্থায় ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১০৯ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনালে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করে সাবেক চ্যাম্পিয়ন ভারত। দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাবেক অধিনায় বিরাট কোহলি। ফাইনালের আগে ৭ ম্যাচে ৭৫ রান করা বিরাট, ট্রফি নিশ্চিত করার ম্যাচে করেছেন ৫৯ বলে ৭৬ রান।
শনিবার ওয়েষ্ট ইন্ডিজের বার্বাডোজের কেনসিংটন ওভালে বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ইনিংসের প্রথম ওভারে মার্কো জেনসেনের করা ওভারে ৩টি বাউন্ডারি হাঁকিয়ে ১৫ রান আদায় করে নেন চলতি বিশ্বকাপে অফ ফর্মে থাকা বিরাট কোহলি।