২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জয়ের হাতছানি দেখা দিচ্ছে বাংলাদেশকে। টাইগারদের দেওয়া ৩৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড। জয়ের জন্য বাংলাদেশের দরকার আর ৫ উইকেট। অপরদিকে কিউইদের করতে হবে ২৭০ রান।
শুরুতেই ৩ উইকেট হারানোর পর দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন ওপেনার ডেভন কনওয়ে। দেখেশুনে খেলতে থাকেন এই কিউই ব্যাটার। শেষ পর্যন্ত তাকেও পিচে থাকতে দিলেন না অফস্পিনার তাইজুল ইসলাম। ৭৬ বলে ২২ করা এই ব্যাটারকে শাহাদাত হোসেনের ক্যাচ বানান বাঁহাতি স্পিনার। এরপর উইকেটরক্ষক ব্যাটার টম ব্লান্ডেলকেও সাজঘরে ফেরত পাঠান তাইজুল। ১৬ বলে ৬ রান করে শর্টলেগে নুরুল হাসানের হাতে ক্যাচ তুলে দেন এই কিউই ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারের খেলা শেষে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ৭৮ রান। ২১ রান নিয়ে খেলছেন ড্যারেল মিচেল, অপরপ্রান্তে ৪ রান নিয়ে অপরাজিত আছেন গ্লেন ফিলিপস। জিততে হলে আরও ২৬৬ রান করতে হবে নিউজিল্যান্ডকে।
এর আগে একে একে সাজঘরে ফিরেছেন ৩ কিউই টপঅর্ডার। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে রানের খাতা খোলার আগেই টম ল্যাথামকে (৬ বলে ০) সাজঘরে ফেরত পাঠান শরিফুল ইসলাম। এই বাঁহাতি পেসারের ফুল লেন্থের বলে উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ক্যাচ তুলে দেন ল্যাথাম।
প্রথম ইনিংসে বাংলাদেশ দলের কাঁটা হয়ে ব্যাট করছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু দ্বিতীয় ইনিংসে উইলিয়ামসনকে সেটি করতে দিলেন না তাইজুল ইসলাম। ইনিংসের শুরুর দিকেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে এই কিউই ব্যাটারকে আউট করেন বাঁহাতি স্পিনার তাইজুল। ২৪ বলে ১১ রান করে সাজঘরে ফেরত যান উইলিয়ামসন।
এরপর ব্যাট করতে নামা হেনরি নিকোলসে সাজঘরের পথ দেখান অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। ২ রানে করে নাইম হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই কিউই ব্যাটার।
খুলনা গেজেট/ টিএ