খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২০১৮’র রাতের ভোটের দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি
  শেখ হাসিনাসহ তিনজনের পক্ষে অভিযোগ গঠনে সময় আবেদন, পরবর্তী শুনানি ৭ জুলাই

৫২ বছর আগে অমিতাভ-জয়ার বিয়েতে কত টাকা খরচ হয়েছিল

বিনোদন ডেস্ক

সাল ১৯৭৩, সাত পাকে বাঁধা পড়েছিলেন অমিতাভ বচ্চন ও জয়া। পুনে ফিল্ম ইনস্টিটিউটে (এফটিআইআই) থেকে অভিনয় নিয়ে লেখাপড়া করেছেন অভিনেত্রী জয়া বচ্চন। বাংলা এবং হিন্দি ফিল্ম ইনস্টিটিউটে তার অভিনয় ছাপ ফেলতে শুরু করে প্রথম থেকেই।

অমিতাভের সঙ্গে হিন্দি ছবিতে অভিনয় করতে গিয়ে বন্ধুত্ব হয় জয়ার। দুই তারকার মধ্যে গড়ে উঠেছিল সুসম্পর্কও। জয়াকে সঙ্গে নিয়ে নাকি বন্ধুদের সঙ্গে লন্ডনে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন অমিতাভ।

কথাটি বাড়িতে জানাতেই রেগে যান অমিতাভের বাবা বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন। অভিনেতার লন্ডনে যাওয়ার সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়ে বলেছিলেন, “জয়ার সঙ্গে লন্ডনে বেড়াতে যেতে হলে তাকে বিয়ে করেই যেতে হবে তোমাকে।”

প্লেনের টিকিট কাটা, হোটেল বুক করা হয়ে গিয়েছিল অমিতাভের। বন্ধুদের সঙ্গে তৈরি হয়ে গেছে আইটিনারিও (কোনদিন কোথায় বেড়াতে যাবেন, সেই তালিকা)।

সব জেনেশুনে অমিতাভের বাবা কবি হরিবংশ রাই বচ্চন বাধা দিয়েছিলেন। অমিতাভকে কাছে ডেকে স্পষ্ট করে বলে দিয়েছিলেন, “তুমি যদি জয়াকে নিয়ে লন্ডনে বেড়াতে যাও, তাহলে এমনই-এমনই যেতে পারবে না। তোমাকে তার আগে জয়াকে বিয়ে করতে হবে।”

এই বলে বিগ বি-র উপর শর্ত চাপিয়ে দিয়েছিলেন হরিবংশ। আর তারপরই বাজে সানাই। চার হাত এক হয় তারকা জুটির।

জানেন, আজ থেকে প্রায় ৫২ বছর আগে কত টাকা খরচ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দম্পতির? প্রায়, ৯০ লাখ টাকা। যা তখনকার দিনে দাঁড়িয়ে বিরাট অঙ্কের একটি অর্থ।

বাঙালি মতে বিয়ে করেন অমিতাভ বচ্চন ও জয়া। কিন্তু এই বিয়ের আসরে এসে রীতিমত সমস্যায় পড়তে হয় অমিতাভ বচ্চনকে। সমস্ত রীতিনীতি মানতে রাজি ছিলেন তিনি, তবে বিয়ের টোপর তিনি পরবেন না, সাফ জানিয়ে দিয়েছিলেন।

জয়ার বাড়ির প্রতিটি সদস্যকে অনুরোধ করেছিলেন, ক্ষমা চেয়ে নিয়েছিলেন, বলেছিলেন এই টোপরটা শুধু আমাকে পরাবেন না।

সম্প্রতি কৌন বানেগা ক্রোড়পতি রিয়্যালিটি শো-এর নতুন প্রমোতে অমিতাভ বচ্চনকে এমনই কথা বলতে। নিজের বিয়ের স্মৃতিতে ফিরে অমিতাভ বচ্চন জানালেন, এই টুপিটার সঙ্গে বিয়ের কি সংযোগ তিনি বুঝতে পারেন না, তবে এই টুপিটা মোটেও তার পরতে ইচ্ছা করছিল না। আর তাই টোপর ছাড়াই বিয়ে করেছিলেন বাংলার জামাই।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!