ফ্যাসিস্ট হাসিনা সরকারের ৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় শোধ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ১৫ বছরের শাসনামলে দেশের সব প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে গেছে স্বৈরাচারী হাসিনা সরকার। আমরা এগুলো মেরামতের চেষ্টা করছি। বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা বৈদেশিক বাণিজ্য ঘাটতি কমিয়ে আনছি। পাশাপাশি দেশের মূল্যস্ফীতিও কমিয়ে আনতে কাজ করছি। ইতোমধ্যে কিছু কমেছে। আশা করছি, এ ধারাবাহিকতা বজায় থাকবে।
দেশের খাদ্য মজুত প্রয়োজনের তুলনায় বেশি রয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এ বছর বোরো ধানের ফলন ভালো হয়েছে। আমাদের খাদ্য মজুত আরো ভালো অবস্থায় যাবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। আমাদের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাবে। আশা করছি, সন্তোষজনক সমাধান হবে।
সভায় সভাপতিত্ব করেন ফসিহ উদ্দিন মাহতাব। সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
খুলনা গেজেট/জেএম