খুলনা, বাংলাদেশ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান
  কুয়েট ভিসির পক্ষে শিক্ষক-কর্মকর্তাদের সমাবেশ, হলের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নবী নেওয়াজ পাঁচ দিনের রিমান্ডে
  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুই বালুবাহী ড্রাম ট্রাকের সংঘর্ষে দুই হেলপার নিহত

‘৫০ হাজার কোটি টাকা বৈদেশিক দায় শোধ করেছে সরকার’

গে‌জেট ডেস্ক

ফ্যাসিস্ট হাসিনা সরকারের ৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক দায় শোধ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ১৫ বছরের শাসনামলে দেশের সব প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে গেছে স্বৈরাচারী হাসিনা সরকার। আমরা এগুলো মেরামতের চেষ্টা করছি। বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বৈদেশিক বাণিজ্য ঘাটতি কমিয়ে আনছি। পাশাপাশি দেশের মূল্যস্ফীতিও কমিয়ে আনতে কাজ করছি। ইতোমধ্যে কিছু কমেছে। আশা করছি, এ ধারাবাহিকতা বজায় থাকবে।

দেশের খাদ্য মজুত প্রয়োজনের তুলনায় বেশি রয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এ বছর বোরো ধানের ফলন ভালো হয়েছে। আমাদের খাদ্য মজুত আরো ভালো অবস্থায় যাবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। আমাদের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাবে। আশা করছি, সন্তোষজনক সমাধান হবে।

সভায় সভাপতিত্ব করেন ফসিহ উদ্দিন মাহতাব। সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!