২০২৪ সালে খুলনা বিভাগজুড়ে ঘটে গেছে বহু আলোচিত-সমালোচিত ঘটনা। ঘটনাবহুল এই বছরটিতে সবচেয়ে বেশি আলোচিত বিষয় জুলাই-আগস্ট আন্দোলন। যা ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। আন্দোলন-সংঘর্ষ-রাজনৈতিক পালাবদলে উত্তাল ছিল সারাদেশ।
২০২৪ সালে জুলাইয়ে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের কোটা সংস্কারের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, সরকারের দমন-নিপীড়নের মুখে তা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পরিণত হয়। এক মাসের মধ্যেই শিক্ষার্থীদের বিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপ নেয়। অবসান ঘটে আওয়ামী লীগের ১৫ বছরের অপশাসনের। বছরের শুরুতে বিতর্কিত নির্বাচনে টানা চতুর্থবারের মতো ক্ষমতার আসনে বসার মাত্র ৮ মাসের মাথায় ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ত্যাগ করে পালাতে হয় শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল ও স্লোগানে মুখর ছিল খুলনার রাজপথ। আন্দোলনের শুরু থেকেই খুলনার রাজপথে সরব ছিলেন শিক্ষার্থীরা। এর মধ্যে ২ আগস্ট খুলনা নিউমার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিন দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত এবং অনেকের অঙ্গহানির ঘটনা ঘটে। এদিন বিকেলে সংঘর্ষ চলাকালে সুমন কুমার ঘরামী নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন।
সবচেয়ে আলোচিত বিষয় ছিল শেখ হাসিনার দেশত্যাগ করার একদিন আগেই ৪ আগস্ট খুলনার রাজপথ দখলে নিয়েছিল ছাত্র-জনতা। তাদের গণঅভ্যুত্থানের মুখে খুলনা ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী ও সাবেক এমপি-মন্ত্রীরা। ওইদিন বিক্ষোভের মুখে ধ্বংসস্তূপে পরিণত হয় খুলনার ক্ষমতার কেন্দ্রবিন্দু ‘শেখ বাড়ি’। এছাড়া নগরীর শঙ্খ মার্কেটে অবস্থিত খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। গত ৪ ও ৫ আগস্ট খুলনা জেলা পরিষদ ও বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র, খুলনা প্রেসক্লাব ভস্মীভূত হয়।
রেল যোগাযোগে নতুন মাত্রা
প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে ঢাকায় সুন্দরবন এক্সপ্রেস : খুলনা থেকে প্রথমবারের মতো যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সুন্দরবন এক্সপ্রেস। ১ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায়। নতুন এই রুটে ট্রেন চলাচলে অন্তত দুই ঘণ্টা সময় বাঁচে।
খুলনা-মোংলা রুটে যাত্রীবাহী ট্রেনে নতুন দিগন্তের সূচনা : ১ জুন ‘মোংলা কমিউটার’ ট্রেন প্রথমবারের মতো মোংলা রুটে যাত্রা করে। যা নতুন দিগন্তের সূচনা সৃষ্টি করে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়।
নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ : রেল সেক্টরের আরেকটি মাইলফলক হচ্ছে খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মাসেতু দিয়ে ঢাকার জন্য নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। এই ট্রেনে মাত্র পৌনে ৪ ঘণ্টায় খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে খুলনায় চলাচল করতে পারছেন যাত্রীরা। প্রথমযাত্রায় ২৪ ডিসেম্বর খুলনা রেলস্টেশন থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। নতুন এই রুটে ২১২ কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি যাত্রীদের সাশ্রয় হচ্ছে সময়, কমেছে ভাড়াও। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। পদ্মা সেতু হয়ে নতুন রুটে সময় লাগছে মাত্র পৌনে ৪ ঘণ্টা।
সোমালিয়ার জলদস্যুদের কবলে থেকে মুক্ত খুলনার তৌফিকুল
সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে ১৫ মে এমভি আব্দুল্লাহ জাহাজের দ্বিতীয় প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম খুলনার করিমনগরের বাড়িতে আসেন। তার আগমনে আনন্দের জোয়ার বইতে শুরু করে পরিবার ও এলাকাজুড়ে। আবেগঘন পরিবেশের তৈরি হয়। তৌফিকুল ইসলাম খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার ২০/১ করিমনগর এলাকার মো. ইকবাল এবং দিল আফরোজ দম্পতির ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। গত ১২ মার্চ সোমালিয়ার দস্যুরা ২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহ জাহাজটি জিম্মি করে। পরে ১৪ মে বিকেল পৌনে ৪টার দিকে সোমালিয়ার জলদস্যুরদের কবল থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহর ২৩ নাবিক দেশের মাটিতে পা রাখেন।
কাফনের কাপড় পাঠিয়ে ১২ শিক্ষক-কর্মচারীকে হুমকি
২৪ মার্চ বিকেলে খুলনা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১২ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পৃথক পৃথক খামে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হুমকি দেওয়া হয়। কাফনের কাপড় স্ট্যাপলার করা ওই চিঠিতে লেখা ছিল ‘প্রস্তুত থাকিস’।
হাসপাতাল থেকে ‘ফিল্মি স্টাইলে’ নারীকে অপহরণ
২৮ জানুয়ারি খুলনায় ধর্ষণের শিকার এক নারীকে খুলনা মেডিকেল হাসপাতাল এলাকা থেকে ফিস্মি স্টাইলে অপহরণ করা হয়। ওইদিন বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে ওই নারীকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। গত ৯ অক্টোবর ওই নারীর খালাতো ভাই পরিচয়দানকারী গোলাম রসুল বাদী হয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-৩ এ ধর্ষণ ও অপহরণের অভিযোগ করেন। পরে আদালত ঘটনাটি তদন্ত করে নগরীর সোনাডাঙ্গা থানাকে মামলা রুজু করার নির্দেশ দিলে গত ১৭ অক্টোবর ডুমুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদসহ আটজনের বিরুদ্ধে মামলা রুজু হয়। সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ওই মামলার ২ নম্বর আসামি।
সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রকে আদালত চত্বরে ডিম নিক্ষেপ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে সেই নারীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় সহযোগিতা করার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১৪ নভেম্বর খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়ার জন্য সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে প্রিজনভ্যান থেকে নামানোর সময় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ মামলার অপর সহযোগী এমরান হোসেন গাজীকেও গ্রেপ্তার দেখানো হয়।
গৃহবধূর চোখে-মুখে আঠা লাগিয়ে দেয় চোর
চুরি করতে দেখে চিৎকার করে ওঠায় খুলনার পাইকগাছায় এক গৃহবধূকে (৪৫) নির্যাতন এবং চোখে ও মুখে সুপার গ্লু লাগিয়ে দিয়েছিল চোর ইমামুল ওরফে এনামুল। পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রাম থেকে চোখ-মুখে আঠা (সুপার গ্লু) লাগানো এবং অচেতন অবস্থায় ওই গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এ ঘটনায় পুলিশ চোর এনামুলকে গ্রেপ্তার করলে রহস্য উন্মোচিত হয়।
২৫ বছরের মধ্যে খুলনায় রেকর্ড তাপমাত্রা
চলতি বছরের ২৫ বছরের মধ্যে গত ১ মে খুলনায় রেকর্ড তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল ও মে মাসের টানা দাবদাহে বিপাকে পড়ে মানুষ। অসহ্য গরমে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি।
খুলনা গেজেট/এমএম