৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (১৩ এপ্রিল) পিএসসির জনসংযোগ কর্মকর্তা সাহিদা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ২৭ জুন প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল। তবে চাকরিপ্রার্থীদের দাবির মুখে পিএসসি সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। গত ১০ এপ্রিল জানানো হয়, আগস্টের শুরুর দিকে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তার ধারাবাহিকতায় আজ নতুন তারিখ চূড়ান্তভাবে প্রকাশ করা হলো। এদিকে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৮ মে শুরু হবে।
২০২৪ সালে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।
বর্তমানে ৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং সদ্য ঘোষিত ৪৭তম বিসিএস মিলিয়ে চারটি বিসিএসের কার্যক্রম একসঙ্গে চলছে। এর মধ্যে কোনো কোনোটি সাড়ে তিন বছর ধরে প্রক্রিয়াধীন।
এসব জটিলতা নিরসনে পিএসসি নিয়েছে কিছু নতুন পরিকল্পনা। লক্ষ্য হলো— প্রতিটি বিসিএস পরীক্ষা এক বছরের মধ্যে সম্পন্ন করা। সেই সঙ্গে বিসিএসের পাঠ্যসূচি সংস্কার এবং পরীক্ষার গতি ও স্বচ্ছতা নিশ্চিত করতেও কাজ করছে কমিশন।
খুলনা গেজেট/এএজে