খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীর পুরানা পল্টনে চারতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করছে
  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ প্রার্থীর বিষয়ে পর্যালোচনা বৈঠক বৃহস্পতিবার

গেজেট ডেস্ক 

৪৩তম বিসিএস থেকে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার বৈঠক ডেকেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সভার নোটিশে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক সুপারিশকৃত ২১৬৩ জন প্রার্থীর মধ্যে ১৮৯৬ জন প্রার্থীর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয় বাকি ২২৭ জন সম্পর্কে গোয়েন্দা সংস্থার বিরূপ প্রতিবেদন থাকায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি হয়নি। বাদ পড়া ওই প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৈঠকের কথা জানানো হয় ওই চিঠিতে।

এই চিঠির অনুলিপি ডিজিএফআই ও এনএসআইয়ের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে। পিএসসি ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ২০২০ সালের ৩০ নভেম্বর।

এরপর আবেদন, প্রিলিমিনারি, লিখিত ও ভাইবাসহ বিভিন্ন প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। এরপর যাচাই-বাছাই শেষে গত ১৫ অক্টোবর ২০৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপরই এই গেজেটে যাদের নাম ছিল তাদের চাকরিতে যোগদানের কথা।

কিন্তু শেষ পর্যন্ত ১৬৮ জনকে বাদ দিয়ে মোট ১ হাজার ৮৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছিল।

সূত্র : বিবিসি

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!