খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

৪০ কেজি চালসহ মাসের বাজার পেল ১৩০ পরিবার

নিজস্ব প্রতিবেদক

৪০ কেজি চালসহ এক মাসের নিত্য প্রয়োজনীয় বাজার পেয়েছে খুলনা নগরীর ৫ ও ৯নং ওয়ার্ডের ১৩০টি অসহায় দুঃস্থ পবিবার। বুধবার সকালে খুলনা সিটি করপোরেশনের মেয়র পরিবারগুলোর হাতে এ সব পণ্য তুলে দেন।

প্রতিটি পরিবার পেয়েছে ৪০ কেজি চাল, ৩ লিটার তেল, ৫ কেজি আলু, দুই কেজি করে মসুর ডাল, পেঁয়াজ, চিঁড়া, চিনি, ছোলা ও খেজুর, এক কেজি করে রসুন, মুড়ি ও বেসন। উন্নয়ন সংস্থা সুশীলনের উদ্যোগ এসব বিতরণ করা হয়।

সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসির ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন।

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!