ঘরোয়া ফুটবলে আবাহনী-কিংস ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। বসুন্ধরা কিংস ২-০ গোলে আবাহনীকে হারিয়েছে। ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় তিন লাল কার্ড ও ডাগ আউটে দুই দলের কর্মকর্তাদের হাতাহাতি।
ম্যাচের বয়স তখন নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে ৫ মিনিট ইনজুরি সময়ের শেষ মুহুর্তে। সেই সময় কিংসের সোহেল রানা ও আবাহনীর আসাদুল মোল্লার মধ্যে বল দখলের লড়াই চলছিল। দুই জনই খানিকটা ভারসাম্য হারান। এরপর দুই দলের দুই সতীর্থ ফুটবলাররা এসে বল দখল নিতে চান। তখন একে অন্যকে ধাক্কাধাক্কি করতে গিয়ে পড়ে যান। রেফারি ভুবন মোহন তরফদার দৌড়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন। এরপর সহকারী ও চতুর্থ রেফারির সঙ্গে আলোচনা করে প্রকৃত ঘটনা বোঝার চেষ্টা করেন। রেফারি বসুন্ধরা কিংসের সাদ উদ্দিন ও সোহেল রানা আর আবাহনীর শাহীনকে সরাসরি লাল কার্ড দেখান।
তিন ফুটবলারকে লাল কার্ড দেখানোর এক মিনিট পরই খেলার শেষ বাশি বাজে। এরপরই ঘটে আরো বড় মারামারি। দুই দলের ডাগ আউট উত্তপ্ত ছিল আগে থেকেই। কথা কাটাকাটিতে এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। দুই দলের কোচিং স্টাফ, কর্মকর্তারা কেউ কারো চেয়ে কম যাননি। পরিস্থিতি স্বাভাবিক করতে উপস্থিত পুলিশদের দশ মিনিটের বেশি সময় লেগেছে।
শুক্রবার (২ মে) বিকেলে মোহামেডান জিতে আবাহনী ও কিংসের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছিল। সন্ধ্যার ম্যাচে কিংস আবাহনীকে হারিয়ে মোহামেডানের শিরোপা জয়ের রাস্তা আরো সহজ করেছে। আবাহনী লিগের শুরু থেকে মোহামেডানের পিছু ছুটছিল। আজকের হারে ব্যবধান চার থেকে সাতে দাড়িয়েছে। বাকি পাচ ম্যাচের মধ্যে মোহামেডান তিন ম্যাচ জিতলেই প্রথমবারের মতো পেশাদার লিগ শিরোপার স্বাদ পাবে। ১৩ ম্যাচে মোহামেডান, আবাহনী ও বসুন্ধরা পয়েন্ট যথাক্রমে ৩৪,২৭ ও ২৪।
দিন তিনেক আগে ফেডারেশন কাপের ফাইনালে ১০ জনের বসুন্ধরা কিংসকে হারাতে পারেনি আবাহনী। প্রিমিয়ার লিগে ফিরতি পর্বেও জিতেছে কিংস। হোম ম্যাচে বেশ সাবলীলভাবেই খেলে ফয়সাল আহমেদ ফাহিমের জোড়া গোলে কিংস ২-০ ব্যবধানে হারিয়েছে আবাহনীকে। ম্যাচের ১৬ মিনিটে রাকিবের পাস থেকে দারুণ শটে জাল খুঁজে নেন ফাহিম। নিজের সাবেক ক্লাব আবাহনীর বিপক্ষে গোলের উদযাপন তিনি সারেন আকাশি-নীল সমর্থকদের উদ্দেশ্যে করজোড়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় কিংস। এটাও রাকিব-ফাহিম জুটির রসায়ন। এবার রাকিবের পাসে কোনাকুনি শটে আবাহনীর গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্ত করেন। এরপর আবাহনী ও কিংস উভয় দলের একটি আক্রমণ পোস্টে লেগে ফেরত আসে।
খুলনা গেজেট/এম এন এস