খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু

৩ দিনের রিমান্ডে সাবেক এমপি তাহজীব সিদ্দিকী

গেজেট ডেস্ক 

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা তাহজীব আলম সিদ্দিকী সমিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে তাকে তিনটি মামলায় ঝিনাইদহ সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে সাভারের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, তাহজীব আলমের নামে ঝিনাইদহে ১১ বছর আগের জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যায় গত ২৭ আগস্ট একটি হত্যা মামলা এবং গত ৪ আগস্ট জেলা বিএনপি অফিস ও জেলা বিএনপির সভাপতি আইনজীবী এম এ মজিদের বাড়িতে আগুন দেয়ার ঘটনায় দু’টি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এসব মামলার পর তিনি পলাতক ছিলেন।

তাহজীব আলম সিদ্দিকী সমি ২০১৪ সালে স্বতন্ত্র ও ২০১৮ সালে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের কাছে পরাজিত হন।

তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মরহুম নুরে আলম সিদ্দিকীর ছেলে এবং ঢাকা ডরিন পাওয়ার লিমিটেডের মালিক।

সূত্র : ইউএনবি

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!