খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি

৩ গোল পিছিয়েও চেলসির অবিশ্বাস্য ড্র

ক্রীড়া প্রতিবেদক

তিন গোল খেয়ে পিছিয়ে পড়া চেলসি দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ালো দুর্দান্তভাবে। দুই মৌসুম পর লিগে ফেরা ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মাঠে হারতে বসা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল শেষ পর্যন্ত স্বস্তির ড্র নিয়ে ফিরেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার দুই দলের ম্যাচটি ৩-৩ ড্র হয়। ২০১৭-১৮ মৌসুমে লিগ থেকে অবনমিত হওয়ার পর ফেরা ওয়েস্ট ব্রমউইচ নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম পয়েন্ট পেল।

আগের দুই লিগ ম্যাচে হেরে আসা ওয়েস্ট ব্রমউইচ এগিয়ে যায় চতুর্থ মিনিটে। মার্কোস আলোনসোর হেডের পর বল পড়ে মাথেউস পেরেইরার পায়ে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বাড়ানো বল নিখুঁত কোনাকুনি শটে জালে জড়িয়ে দেন ক্যালাম রবিনসন।

পিছিয়ে পড়া চেলসির সমতায় ফেরার দুটি ভালো সুযোগ নষ্ট হয় অল্প সময়ের মধ্যে। দ্বাদশ মিনিটে ট্যামি আব্রাহামের শট ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়। তিন মিনিট পর ম্যাসন মাউন্টের কাটব্যাকে টিমো ভেরনারের শট ক্রসবারে লাগে।

২৫তম মিনিটে চিয়াগো সিলভার হাস্যকর ভুলে দ্বিতীয় গোল খেয়ে বসে আগের লিগ ম্যাচে লিভারপুলের কাছে হারা চেলসি। সতীর্থের ব্যাক পাস নিয়ন্ত্রণে নিতে পারেননি পিএসজি থেকে এ মৌসুমে চেলসিতে যোগ দেওয়া এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। বল হারান রবিনসনের কাছে। ছুটে গিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে একা পেয়ে সহজে নিজের দ্বিতীয় গোলটি করেন আয়ারল্যান্ডের ফরোয়ার্ড রবিনসন।

দুই মিনিট পর চেলসিকে আরও কোণঠাসা করে ফেলে ওয়েস্ট ব্রমউইচ। কর্নারে ডারনেল ফুরলংয়ের হেডের পর ফাঁকায় থাকা কাইল বার্টলে আলতো টোকায় স্কোরলাইন ৩-০ করেন।

৫৫তম মিনিটে ম্যাচে ফেরার উপলক্ষ পায় চেলসি। ডি-বক্সের বাইরে থেকে মাউন্টের ডান পায়ের জোরালো শটে পরাস্ত গোলরক্ষক। ৭০তম মিনিটে ব্যবধান আরও কমিয়ে ঘুরে দাঁড়ায় চেলসি। কাই হাভার্টসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে ডান পায়ের দারুণ শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ক্যালাম হাডসন-ওডোই।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সমতার স্বস্তি ফেরে চেলসি শিবিরে। হাভার্টসের শট গোলরক্ষক ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। সামনে থাকা আব্রাহাম সুযোগ কাজে লাগান নিখুঁত টোকায়। তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চেলসি। ওয়েস্ট ব্রমউইচের পয়েন্ট ১।

অন্য ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠ থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেড ৩ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!