আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে একটি নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সরকার কর্তৃক নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষিত হওয়ায় সেদিন সরকারি প্রতিষ্ঠানের মতো দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।
ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
খুলনা গেজেট/এএজে