কিশোরগঞ্জে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮৫০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ এনামুল হক নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) আটক করেছে।
বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল দামপাটুলী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এনামুল গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বাসিন্দা। তিনি জেলার ইটনা থানায় কর্মরত। তবে ইটনা থানা সূত্র জানিয়েছে, মেডিকেল ছুটি নিয়ে প্রায় দুই মাস আগে এনামুল কর্মস্থল ইটনা থানা ত্যাগ করেছেন। অদ্যাবধি তিনি থানায় যোগদান করেননি।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টার দিকে র্যাবের একটি দল যশোদল ইউনিয়নের দামপাটুলী এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩৮৫০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ এনামুলকে আটক করা হয়। পরে রাত ১১টার দিকে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়।
এ ঘটনায় র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ডিএডি কালাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রাতেই মামলাটি রেকর্ড করা হয়। পরে এনামুলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।
এই ব্যাপারে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যেই হোক কোনো ছাড় নয়। ইয়াবাসহ এএসআই আটকের ঘটনায় থানায় নিয়মিত মামলা ছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই