স্বাধীনতা কাপের শিরোপা জয়ের স্বাদ সবশেষ পাওয়া হয়েছিল ১৯৯০ সালে। মাঝে কেটেছে ৩১ বছর। এত লম্বা সময় অপেক্ষার পর অবশেষে এই ঘরোয়া টুর্নামেন্ট জয়ের স্বাদ পেল আবাহনী লিমিটেড। স্বাধীনতা কাপের ১১তম আসরে বসুন্ধরা কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী।
আজ শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গেল আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী।
এর আগে ২০১৬ সালে এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল আবাহনী। সেবার চট্টগ্রাম আবাহনীর কাছে ২-০ গোলে হেরেছিল তারা। তবে এবার শিরোপার মঞ্চে উঠে আর ভুল করল না তারা। শক্তিশালী বসুন্ধরা কিংসকে হারিয়ে মুকুট পরল আবাহনী।
এদিন ম্যাচের প্রথমার্ধ কাটে গোলশূন্যতে। বিরতির পর ৫৩ মিনিটে এগিয়ে যায় আবাহনী। রাফায়েলের পাস ধরে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন রাকিব হোসেন। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে আবাহনীর ড্রেসিংরুম। চলতি আসরে এই প্রথম গোল পেলেন রাকিব।
পেনাল্টি থেকে ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় আবাহনী। দলটির কোস্টারিকান ফরোয়ার্ড বল নিয়ে বক্সে ঢুকলে তাকে ফেলে দেন রিমন হোসেন। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগ হাতছাড়া না করে সফল স্পট কিকে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেজ।
এরপর ৭২তম মিনিটে ছোট ডি-বক্সের একটু উপর থেকে দারুণ শটে স্কোরলাইন ৩-০ করেন গোমেজ। ফলে বড় ব্যবধানের জয় নিয়েই চ্যাম্পিয়নের মুকুট পরে আবাহনী।
এই বসুন্ধরা কিংসকে হারিয়েই ২০১৮ সালের ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল আবাহনী। এবার একই প্রতিপক্ষকে হারিয়েই স্বাধীনতা কাপের শিরোপা জিতল লেমোসের দল।
খুলনা গেজেট/ এস আই