সানি লিওন-এর সৌন্দর্যের তারিফ করে থাকেন সকলেই। তাঁর জাদুতে মজে থাকতে দেখা যায় নেট দুনিয়াকে। নানান মজার ভিডিও থেকে শুরু করে আকর্ষণীয় রকমারি ভিডিওতে নজর কাড়েন তিনি।
এদিকে,বাংলাদেশে আসছে ভারতের সানি লিওন। সোলজার নামের একটি ছবির শুটিংয়ে অংশ নিতেই ঢাকায় আসছেন আলোচিত-সমালোচিত এই নায়িকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাকে ৩০ দিন দেশে থাকার অনুমতি দিয়েছে। যদিও বিতর্কিত এই নায়িকাকে দেশে আসার অনুমতি দেননি বলে দাবি করেন উপসচিব মো. সাইফুল ইসলাম। মুফোঠোনে তিনি বলেন, তার সাক্ষর জাল করা হয়েছে।
আলোচনায় আসেন পর্নস্টার হয়ে। পরে ব্যস্ত হন বলিউড সিনেমায় আইটেম গার্ল হিসেবে। কখনো কখনো নায়িকার চরিত্রেও পর্দায় আসেন সানি লিওন।
ভারতের আলোচিত-সমালোচিত এই তারকা আসছেন বাংলাদেশে। সোলজার ছবির শুটিংয়ে অংশ নিতেই ঢাকায় আসছেন সানি। এরই মধ্যে মিলেছে বাংলাদেশে আসার অনুমতি। আমেরিকান পাসপোর্টে দেশে আসছেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাওয়া অনুমতি পত্রে দেখা যায়, ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকতে পারবেন ভারতের এই তারকা। যদিও বিতর্কিত এই নায়িকাকে দেশে আসার অনুমতি দেননি বলে দাবি করেন উপসচিব মো. সাইফুল ইসলাম। মুফোঠোনে সাক্ষর জাল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমার স্বাক্ষর জালটাল করা হয়েছে। সানি লিওনের নামে কোনও অনুমোদন আমাদের এখানে হয় নাই। অনুমোদনপত্রে নিজের স্বাক্ষর সম্পর্কে উপসচিব বলেন, ফাইলটি আমি আগে দেখি, না দেখে আমি আপনাকে কিছু বলতে পারছি না।
এদিকে, যে ছবির জন্য সানী লিওন দেশে আসার যে অনুমতি পেয়েছে তার প্রযোজক সেলিম খান আর পরিচালক শামীম আহমেদ রনি। পরিচালক যদিও জানিয়েছেন এগিয়ে যাচ্ছে সোলজার’র কাজ তবে প্রযোজক বলেন, সিনেমাটি বানাবেন না তিনি।
খুলনা গেজেট/ এস আই