খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

৩ দিনের রিমান্ডে সাবেক এমপির রশীদুজ্জামান

পাইকগাছা প্রতিনিধি

মারপিট ও লুটপাটের মামলায় খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (২৩ অক্টোবর) সকালে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আনোয়ারুল ইসলাম তাকে থানা হেফাজতে রেখে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

যদিও রশীদুজ্জামানকে আদালতে নেওয়া হলে আওয়ামীলীগ ও বিএনপি পন্থী আইনজীবীরা রিমান্ড শুনানীর পক্ষে বিপক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেন। তবে মামলাটির তদন্ত কর্মকর্তা আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ বিচারক তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী এ্যাড তৈয়েব হোসেন নূর জানান, গত ২০২২ সালের ২১ অক্টোবর রাত ১১টায় উপজেলার আগড়ঘাটা বাজারের বালির মাঠে মারপিট ও মালামাল লুটপাটের ঘটনায় গত ২৬ আগষ্টে মামলাটি রেকর্ড হয়।

তার দাবি, মামলার এজাহারে উল্লেখিত সময়ে রশীদুজ্জামান সংসদ সদস্য ছিলেন না। রাজনৈতিকভাবে হয়রানী করতে তাকে মামলায় জড়িয়ে রিমান্ড চাওয়া হয়েছে।

মামলার বাদি পক্ষের আইনজীবী এ্যাড সাইফুদ্দিন সুমন ও ইকরামুল হক জানান, তারা মারপিট ও লুটপাটের মামলার আসামি রশীদুজ্জামানের সাত দিনের রিমান্ডের স্বপক্ষে যুক্তি আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ বিচারক ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাদের দাবি, ৩দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য বেরিয়ে আসবে।

প্রসঙ্গত, গত ২৬ আগষ্টে মামলাটি দায়ের করেন উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত ছমিরউদ্দীন শেখের ছেলে ও বিএপির ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান। গত ১৬ অক্টোবর পটুয়াখালী থেকে উক্ত মামলায় রশীদুজ্জামানকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে।

এদিকে সাবেক এমপি রশীদুজ্জামানের রিমান্ড শুনানীর ফলে পাইকগাছা আদালত এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করেন আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা রশীদুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পৌর সদরে বিক্ষোভ মিছিল করে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!