লা লিগায় বুধবার ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শুরুতে ১-০ গোলে পিছিয়ে গিয়েও ২-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ২৭তম মিনিটে উইলিয়ান জোসের গোলে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। ৩১তম মিনিটে জর্ডি আলবা বার্সেলোনাকে সমতায় ফেরান। ৪৩তম মিনিটে ডি জংয়ের গোলে ২-১ গোলে লিড নেয় বার্সা। এই ব্যবধান ধরে রেখেই তারা মাঠ ছাড়ে।
এদিন ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে জয়ের মাধ্যমে টানা ২৩টি হোম লিগ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে বার্সা। লিগে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে রয়েছে। ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সোসিয়েদাদ। তারা খেলেছে ১১টি ম্যাচ।
ম্যাচের পর জর্ডি আলবা বলেছেন, ‘এটি বার্সেলোনার বছরের সেরা পারফরম্যান্স।’
আলবা মনে করছেন, এই ম্যাচের প্রথমার্ধে বার্সেলোনা যে পারফরম্যান্স দেখিয়েছে ২০২০ সালে সেটি সেরা। আমি খুব খুশি। দলের সবাই সেরাটা দিয়েছে। টেবিলেও আমরা উপরের দিকে উঠছি।
তিনি আরো বলেন, ‘তারা (সোসিয়েদাদ) তাদের খেলার ধরন পরিবর্তন করেছে। আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। কারণ তারা লা লিগায় অন্যতম সেরা দল। আমরা দ্রুতই সমতায় ফিরেছিলাম। সকলে অন্য এক বার্সাকে দেখতে পেরেছে।’
খুলনা গেজেট/কেএম