তামিম ইকবালের পর চট্টগ্রাম টেস্টে শতক হাঁকিয়েছেন আরেক তারকা ব্যাটার মুশফিকুর রহিম। লঙ্কান বোলারদের দেখেশুনে খেলে চরম ধৈর্যের পরিচয় দিয়ে ২ বছর পর টেস্টে তিন অঙ্কের দেখা পেয়েছেন মুশফিক। চতুর্থ দিনের দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের লিড ৩৯ রান।
লঙ্কান বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়ে শতক হাঁকিয়েছেন মুশফিক। ৩ উইকেটে ৩৮৫ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করা বাংলাদেশ লিডের দেখা পাওয়ার আগেই হারিয়ে ফেলে লিটন দাস ও তামিম ইকবালকে। নতুন সেশনে দুজনের কেউই কোনো রানের দেখা পাননি। বদলি খেলোয়াড় কাসুন রাজিথার শিকার হওয়ার আগে ১৮৯ বলে ৮৮ রান করেন লিটন। ২১৮ বলে ১৩৩ রান করে রিটায়ার্ড হার্ট হওয়া তামিম নেমেই আউট হয়ে যান, এবারও শিকারি ছিলেন কাসুন।
পঞ্চম উইকেটে মুশফিকের সাথে হাল ধরেন সাকিব আল হাসান। তবে সাকিবের ইনিংস দীর্ঘায়িত হয়নি। মুশফিকের ধীর ব্যাটিংয়ের বিপরীতে সাকিব ৪৪ বলে ২৫ রান করে সাজঘরে ফিরলে ক্রিজে আসেন নাঈম হাসান।
নাঈমকে সাথে নিয়ে চা বিরতির একটু আগে মুশফিক শতক পূর্ণ করেন। ২৭০ বলের মোকাবেলায় শতক হাঁকানো মুশফিক টেস্টে তিন অঙ্কের দেখা পেলেন ২ বছর ও ১৮ ইনিংস পর। এদিনই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রান পূর্ণ করেন তিনি।
চা বিরতিতে যাওয়ার আগে ২৮০ বলে ১০৪ রান করেছেন মুশফিক, হাঁকিয়েছেন ৪টি চার। ২৪ বলে ৪ রান করে অপরাজিত আছেন নাঈম। লঙ্কানদের পক্ষে কাসুন চারটি ও আসিথা দুটি উইকেট শিকার করেছেন। ১৫৫ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৩৬ রান।
সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন ১ম সেশন শেষে)
টস : শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৩৯৭/১০ (১৫৩ ওভার)
ম্যাথিউস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল ৫৪, ওশাদা ৩৬, বিশ্ব ১৭*
নাঈম ১০৫/৬, সাকিব ৬০/৩, তাইজুল ১০৭/১
বাংলাদেশ ১ম ইনিংস : ৪৩৬/৬ (১৫৫ ওভার)
তামিম ১৩৩, মুশফিক ১০৪*, লিটন ৮৮*, জয় ৫৮, সাকিব ২৫
রাজিথা ৪৭/৪, আসিথা ৭২/২