খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ২
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন

গেজেট ডেস্ক 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে তাকে রিমান্ডের আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম।

এর আগে কড়া নিরাপত্তায় সুমনকে হবিগঞ্জের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) লিটন দাস ব্যারিস্টার সুমনকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের কোর্ট সাব-ইন্সপেক্টর ও বিএনপি জামায়াত-সমর্থিত আইনজীবীরা ১০ দিন রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের জন্য শুনানিতে অংশ নেন। উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে এ সময় উত্তেজনা বিরাজ করে। প্রায় দুই মিনিটের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম আসামি ব্যারিস্টার সুমনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করে এজলাস ত্যাগ করেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামিকে রিমান্ডে নেয়ার আগে-পরে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে এবং সাত দিনের মধ্যে রিমান্ডের প্রতিবেদন দাখিল করতে হবে।

ব্যারিস্টার সুমনকে আদালতে হাজির করা হবে এমন সংবাদে বিক্ষুব্ধ ছাত্ররা কোর্ট প্রাঙ্গনে মিছিল করে।

এ সময় তারা সুমনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় ছাত্র-জনতা। সুমনের নির্বাচনী এলাকা চুনারুঘাট মাধবপুর থেকে বিপুল সংখ্যক লোক কোর্ট প্রাঙ্গনে জড়ো হন। রিমান্ড আবেদন শুনানি শেষে তাকে হবিগঞ্জ কারাগারে নেয়া হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!