খুলনা, বাংলাদেশ | ২১ আশ্বিন, ১৪৩১ | ৬ অক্টোবর, ২০২৪

Breaking News

২৯নং ওয়ার্ড পুলিশিং কমিটি’র ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আ’লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, ‌’দেশের এই দুর্যোগকালে একটি সুযোগ সন্ধানী গোষ্ঠী যুবক সমাজকে ধ্বংস করতে মাদক ব্যবসা করছে। বেশ কিছুদিন এ অবস্থা ভালো থাকলেও হালে নগরীতে মাদকের প্রভাব বেড়ে গিয়েছে। যা ধীরে ধীরে আইন শৃংখলাকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। মাদকের এই ভয়াল গ্রাস থেকে যুব সমাজ তথা নগরীকে রক্ষা করতে হবে। সেজন্যে সকলকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থেকে মাদক ব্যবসায়ীদের আইনে সোপর্দ করতে হবে।’

এ সময়ে তিনি আইন শৃংখলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, ‘আজ অন্যের সন্তান মাদক সেবন করছে, কাল যে আপনার সন্তান মাদকে আশক্ত হবে না এর কোন নিশ্চয়তা নেই। সুতরাং মাদকের বিষয়ে ইস্পাত কঠিন পদক্ষেপ গ্রহণ করে সমাজ থেকে মাদক ব্যবসায়ীকে উচ্ছেদ করতে হবে।’ একই সাথে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে অবস্থান নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

সোমবার দুপুর ১২টায় ২৯ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে করোনা প্রতিরোধে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময়ে বিশেষ অতিথির বক্তৃতা করেন সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, সদর থানার অফিসার্স ইনচার্জ মো. আশরাফুল আলম। সভাপতিত্ব করেন ২৯নং ওয়ার্ড পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শেখ হারুন মানু।’

এ সময়ে কমিউনিটি পুলিশিং কমিটির পরিবারের সদস্য এবং ৮ শ’ পরিবারের মধ্যে করোনা প্রতিরোধ হোমিওপ্যাথিক ঔষধ বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন ডা: স্বপন দাস, খেলামত হোসেন মন্টু, মো. লুৎফর রহমান, ইলিয়াছ হোসেন লাবু, মো. কে এম চঞ্চল, এ্ড. পাপ্পু, আল আমিন, মো. টিটু, মো. জাহিদসহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!