খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

২৯নং ওয়ার্ড আ’লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শেখ রিজিয়া নাসের, বাগেরহাট-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, তাঁর সহধর্মিনী রূপা চৌধুরী, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর সহধর্মিনী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি সুস্থ্যতা ও দীর্ঘায়ু এবং খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুন নেছা লুৎফা ও মল্লিক আবিদ হোসেন কবিরের সহধর্মিনী নুরুন নাহার বেগমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ আসর ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগ, ওয়ার্ড কাউন্সিলর এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই পলাশ। সভা পরিচালনা করেন, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. শামীম মোশাররফ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা টিপু কাজী মো. দাদন আলী, একে গোলাম হায়দার বুলবুল, খেলাফত হোসেন মন্টু, আব্দুল জলিল, মো. জাহিদ হোসেন, শেখ হারুন মানু, মাওলানা আব্দুল ওয়াদুদ, শাহীন মল্লিক, লুৎফর রহমান, মো. আবু হানিফ, আমানউল্লাহ খান কচি, কেএম চঞ্চল, ইলিয়াছ হোসেন লাবু, খান কবীর হোসেন, আল আমিন কবীর, মো. সৈকৎ, মো. আবিদ হোসেন, ফেরদৌসী আলম রিতা, শবনম মোস্তারী বকুল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!