বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কর্মসূচি ‘দাম কমাও, জান বাঁচাও’ এবং বাম গণতান্ত্রিক জোটের ২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফলের লক্ষ্যে খুলনা জেলা কমিটির এক সভা আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
পার্টির জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, সহ-সাধারণ কমরেড শেখ আব্দুল হান্নান, জেলা কমিটির সদস্য কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড এ্যাড. এম এম রুহুল আমিন, কমরেড চিত্তরঞ্জন গোলদার, কমরেড সুতপা বেদজ্ঞ, কমরেড কিশোর রায়, কমরেড অশোক সরকার, কমরেড মিজানুর রহমান বাবু, কমরেড সমীরণ গোলদার, কমরেড মন্মথ বিশ্বাস, কমরেড নিতাই গাইন, কমরেড কিংশুক রায়, কমরেড সুখেন রায়, কমরেড আব্দুল হালিম, কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, কমরেড প্রীতিষ ম-ল, কমরেড গাজী আফজাল, কমরেড এস এম চন্দন, কমরেড অসীম বাগচি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তেল, চাল, ডাল, চিনি, সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থ চূড়ান্তভাবে প্রমাণিত। দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাথে সাথে সন্ত্রাসী কর্মকান্ডও বেড়ে গেছে অসহনীয় পর্যায়। এই অসহনীয় পরিস্থিতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আহুত ২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতাল স্বতস্ফূর্তভাবে পালনের জন্য খুলনাবাসীকে আহ্বান জানানো হয়।
খুলনা গেজেট/কেএ