খুলনা, বাংলাদেশ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নুসরাতকে কারাগারে পাঠানো বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে : এনসিপি
  চলতি মাসেই গার্মেন্টস কর্মীদের বোনাস, জুনের শুরুতে দিতে হবে বেতন : স্বরাষ্ট্র উপদেষ্টা
  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উৎখাত ও পদত্যাগ চাইলো ১৩ গণসংগঠন

২৫ মে খুলনায় দুদকের গণশুনানি

নিজস্ব প্রতিবেদক

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা” এই শ্লোগানে খুলনায় সরকারি, আধাসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনবে দুর্নীতি দমন কমিশন দুদক এর দুইজন কমিশনার। সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধান ও অভিযোগকারীর উপস্থিতিতে আগামী ২৫ মে সকাল ৯টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হবে।

গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহসান ফরিদ। সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল লক্ষ্য।

দুর্নীতি দমন কমিশন খুলনা সমন্বিত জেলা কার্যালয় উপপরিচালক মোঃ আবদুল ওয়াদুদ জানান, গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগ খুলনা সদরের সকল সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সন্মুখে উপস্থাপন করবে। সেই লক্ষ্যে খুলনা কেসিসি সুপার মার্কেট চত্বরে, শিববাড়ি মোড়ে জিয়া হলের সামনে ও বয়রা মহিলা কলেজের মোড়ে তিনটি অভিযোগ সংগ্রহ কেন্দ্রে এবং ৮টি মোবাইল টিম বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে ভুক্তভোগী ও হয়রানীর শিকার নগরবাসীর অভিযোগ গ্রহণে কাজ করছেন। পাশাপাশি সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ কাজও চলছে।

গণশুনানি বাস্তবায়নে খুলনা সদরের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত থাকবেন।

উপপরিচালক গণশুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার খুলনার সকল নাগরিকগণকে অভিযোগ কেন্দ্র সমূহ ও মোবাইল টিমের কাছে অভিযোগ দাখিল করে গণশুনানীতে উপস্থিত থাকার জন্য আহবান জানান।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!