প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) পদে নিয়োগের জন্য ২৪টি রাজনৈতিক দল ও ৬টি পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নামের সুপারিশ এসেছে। ই-মেইল ও টেলিফোনে দেশ ছাড়াও বিদেশ থেকে সুপারিশ এসেছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম আজ শুক্রবার(১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
শফিউল আজিম বলেন, ২৪টি রাজনৈতিক দল ও ৬টি পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে সিইসি ও ইসি পদে নিয়োগের জন্য নামের সুপারিশ এসেছে। ২৪টি রাজনৈতিক দল ও ৬টি পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নামের সুপারিশ এসেছে। এছাড়াও ই-মেইল ও টেলিফোনে দেশ ছাড়াও বিদেশ থেকে সুপারিশ এসেছে।
এছাড়াও নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য মতামত দেবেন দেশের ৬০ জন বিশিষ্ট নাগরিক। এরই মধ্যে তাঁদের তালিকা চূড়ান্ত করে অনুসন্ধান (সার্চ) কমিটির সভায় অংশ নিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল শনিবার তাঁদের মতামত নিতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসবে সার্চ কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে গত ৫ ফেব্রুয়ারি সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এর পরদিন প্রথমবারের মতো বৈঠকে বসেন তাঁরা। ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’অনুযায়ী কমিটি গঠনের দিন থেকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই ধারাবাহিকতায় ৬০ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করবেন সার্চ কমিটির সদস্যরা।
উল্লেখ্য, কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি।
খুলনা গেজেট/ এস আই