পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলতে আগামী মার্চে পাকিস্তান সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। সব সংশয় কাটিয়ে দুই যুগ পর পাকিস্তান সফর যাওয়ার সূচিও ঠিক করে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আজ শুক্রবার সেই সূচি প্রকাশ করেছে তারা।
পাকিস্তান সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সসহ অনেকেই আশাবাদী পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া দল পাকিস্তানে যাবে।
গত বছর সেপ্টেম্বরে নিউজিল্যান্ড দল পাকিস্তান থেকে সিরিজ না খেলেই দেশে ফিরে যায়। সফর বাতিল করেছিল ইংল্যান্ডও। অবশ্য শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও বাংলাদেশ বেশ কিছুদিন আগে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। অস্ট্রেলিয়ার মতো প্রথমসারির দল দীর্ঘদিন পর পাকিস্তান সফরে যাচ্ছে অনেক দিন পর।
অবশ্য কিছু দিন আগে এই সিরিজ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে কিছু সন্ত্রাসী হামলায় নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে। গত জানুয়ারিতে লাহোরে সন্ত্রাসী হামলা হয়। সেই হামলায় ২৬ জন আহত ও ৩ জন নিহত হন।