২৪ ঘন্টারও বেশী সময় পার হয়েছে। রূপসা নদীতে বজ্রপাতের সময় নদীতে নিখোঁজ মতি শিকদারের সন্ধান মেলাতে পারেনি স্থানীয় প্রশাসন। তাকে উদ্ধারের জন্য বৃহস্পতিবার(১৫ জুন) সন্ধ্যা পর্যন্ত রূপসা নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চলছে।
রূপসা নৌপুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো: আব্দুল মুন্নাফ বলেন, মতি শিকদারকে এখনও কোথাও খুঁজে পাওয়া যায়নি। তার সন্ধানে রূপসা নদীর বিভিন্নস্থানে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চলে। উদ্ধার অভিযানের সময় ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সাথে স্থানীয়রা এ কাজে অংশ নেয়। তাকে না পেয়ে রাত ১২ টার পর উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে আবারও শুরু করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, রূপসা থানার টিএনও ও রূপসা থানা অফিসার ইনচার্জসহ আরও অনেকে।
রূপসা থানার অফিসার ইনচাজ মো: মোশারেফ হোসেন বলেন, ঘটনাটি জেনে তিনিও নৌপুলিশের পাশাপাশি রূপসা থানা পুলিশ উদ্ধার কজে অংশ গ্রহণ করেছে। ট্রালার নিয়ে তার সন্ধানে বিভিন্নস্থানে খোঁজ নেওয়া হয়েছে। সন্ধ্যা পর্যন্ত তার খবর কোথাও পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকালে বৃষ্টির সাথে শুরু হয় বজ্রপাত। এ সময় পূর্ব রূপসা থেকে ২৫ জন যাত্রী নিয়ে মতি শিকদার পশ্চিম রূপসার দিকে আসতে থাকে। নদীর মাঝ পথে তার ট্রলার পৌছালে হঠাৎ একটি বজ্রপাত তার ট্রলারের পাশে নদীতে পড়ে। এসময় জীবন বাঁচাতে মতি মাঝি ও তার ছেলে রাকিব নৌকা থেকে ঝাঁপ দেয়। রাকিব সাতার কেটে তীরে পৌছাতে পারলেও বাবা মতি মাঝি আর উঠতে পারেনি। বজ্রপাতে ট্রলারের দুই যাত্রী আহত হয়। পরে তাদের খুলনা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়।