খুলনা, বাংলাদেশ | ২৯ কার্তিক, ১৪৩১ | ১৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত পৌনে ৫ লাখ, মৃত ৫৭০১

আন্তর্জাতিক ডেস্ক

সংক্রমণ শুরুর পর এখন পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে মৃত্যু ১২ লাখ ১১ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা মাঝে কমলেও আবার তা বিশ্বব্যাপী উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৭৩ লাখের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৭৩ লাখ ১৭ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ১১ হাজার ২৩৬ জনে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪০ লাখের বেশি মানুষ।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯৫ লাখ ৬৭ হাজার ৫৪৩ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৯৯৭ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮২ লাখ ৬৬ হাজার ৯১৪ জন এবং মারা গেছে ১ লাখ ২৩ হাজার ১৩৯ জন। তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৫ লাখ ৫৪ হাজার ২০৬ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ২৭২ জনের। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৬ লাখ ৫৫ হাজার ৩৮ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৪৭৩ জন। পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ১৪ লাখ ৬৬ হাজার ৪৩৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৪৩৫ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২০ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ১০ হাজার ৯৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৬৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ২৭ হাজার ৯০১ জন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!