খুলনা, বাংলাদেশ | ১৮ মাঘ, ১৪৩১ | ১ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
  যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ৬ আরোহি নিয়ে বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

২৪ ঘন্টায় দেশে করোনায় ৬ এবং ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ের মধ্যে ৩৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮৫৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০১ জনে। একই সময়ে ৩৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩২ হাজার ৪৪৩ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪ হাজার ২০৮ জন। ৮৫৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ৬ হাজার ২টি করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ।

অপরদিকে দেশে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তে আগের দিনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হচ্ছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড ৮৫৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটা এবছর সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৪৭ জনে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ২৫ হাজার ১৮১ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে ১৮ হাজার ৪৪৭ জন রাজধানী ঢাকায় এবং ৬ হাজার ৭৩৪ জন রোগী ঢাকার বাইরে। চলতি মাসের ১৬ দিনে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৯ হাজার ৮৯ জন এবং মারা গেছেন ৩৯ জন।

দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৫৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫২৩ জন এবং ঢাকার বাইরে ৩৩২ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৮৫৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৪৭ জনে।

ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯৫৭ জন এবং ঢাকার বাইরে ৮৯০ জন। এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ১৬ই অক্টোবর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ২৫ হাজার ১৮১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ২২ হাজার ২৪০ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯৪ জনের মৃত্যু হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!