করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৩ হাজার ২৩৪ জনের। আর নতুন করে শনাক্ত হয়েছেন ১৯১৮ জন। ফলে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ২ লাখ ৪৪ হাজার ০২০।
মঙ্গলবার (৪ আগস্ট) দেশে করোনা শনাক্ত হওয়ার ১৫০তম দিনে রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ২৯ জন চট্টগ্রামের ৫ জন, সিলেটের ১ জন, রংপুরের ৪ জন, খুলনার ৪ জন, রাজশাহীর ৫ জন, ময়মনসিংহের ১ জন এবং বরিশাল বিভাগের ১ জন।
ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৮৩টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ৮ হাজার ১২৩ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ৭ হাজার ৭১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ১ হাজার ২৫৬ টি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৩৭৪ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৫২ হাজার ৬৪৭ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭০৮ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ৩৪ হাজার ১৫৬ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৮ হাজার ৪৯১ জন।
নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৮৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৩১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।
বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিলো। কিন্তু তারপর থেকে বেড়েই চলেছে রোগীর সংখ্যা।
খুলনা গেজেট / এমএম