করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৪৭১ জনের মৃত্যু হয়েছে।
আর, ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯০৭ জন। দেশে মোট ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানানো হয়েছে।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। দেশে করোনা শনাক্ত হওয়ার ১৫৭ তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা দাড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন।
খুলনা গেজেট / এমএম