খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

২৩ জুলাই থেকে বিদেশ যেতে করোনা সনদ বাধ্যতামূলক

গেজেট ডেস্ক

আগামী ২৩ জুলাই থেকে আকাশপথে বিদেশ যাত্রার ক্ষেত্রে কভিড নাইনটিন পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য সারা দেশে ১৬টি হাসপাতাল ও প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে বিমান বাংলাদেশ। এতে বলা হয়, যাত্রার ৭২ ঘন্টার আগে কোন নমুনা সংগ্রহ করা হবে না। আর বিদেশ যাত্রার অন্তত ২৪ ঘন্টা আগে রিপোর্ট ডেলিভারি নেয়ার ব্যবস্থা করতে হবে।

জেলা শহরের ক্ষেত্রে সিভিল সার্জন অফিসে আলাদা বুথে নমুনা দেয়ার পর থেকে যাত্রার সময় পর্যন্ত যাত্রীকে আবশ্যিক আইসোলেশনে থাকতে হবে। ল্যাবে গিয়ে নমুনা দিলে সাড়ে তিন হাজার এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে সাড়ে চার হাজার টাকা পরিশোধ করতে হবে। এসময় পাসপোর্টসহ টিকেট দেখাতে হবে।

এছাড়া সরকার ঘোষিত কোভিড -১৯ পরীক্ষা সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত নিম্নরূপ নির্দেশনাবলী মানতে হবে:

১। বিমান যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে।
২। নমুনা প্রদানের সময় যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
৩। বিদেশ গমনেচ্ছু যাত্রীরা কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন।
৪। নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন।
৫। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০/- টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০/- টাকা ফি প্রদান করতে হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত নিম্নে বর্নিত ১৬ টি সরকারি হাসপাতাল / প্রতিষ্ঠানে কোভিড টেস্ট করাবেন:
১. শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
২. বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ, চট্টগ্রাম।
৩. কক্সবাজার মেডিকেল কলেজ ( আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি)।
৪. কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা।
৫. ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ঢাকা।
৬. ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, ঢাকা।
৭. ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অন্ড সোশাল মেডিসিন, ঢাকা
৮.নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল,নারায়ণগঞ্জ।
৯. খুলনা মেডিকেল কলেজ, খুলনা।
১০. কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া।
১১. ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
১২. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া।
১৩. রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
১৪. এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর।
১৫. রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
১৬. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।- খবর চ্যানেল ২৪




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!