শহীদ হাদিস পার্ক নয়, আগামী ২২ অক্টোবর নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। এজন্য সমাবেশের অনুমতি চেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের কাছে চিঠি দিয়েছে বিএনপি। তবে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দলীয় সূত্রে জানা গেছে, জ্বালানী তেল, চাল, ডালনিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধি, ভোলায় নুরে আলম ও আব্দুর রহিম, নারায়নগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন, যশোরে আব্দুল আলিমকে হত্যার প্রতিবাদে, বিএনপির চেয়ারপার্সন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা মামলার প্রতিবাদে কেন্দ্র থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
গণসমাবেশে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। গত ৮ অক্টোবর ঢাকায় বিভাগীয় প্রস্তুতি সভা শেষে শুক্রবার খুলনায় অনুষ্ঠিত হয়েছে সমন্বয় সভা। সেখানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা বিভাগীয় গণ সমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সবাই গণসমাবেশ সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, প্রথমে হাদিস পার্কে আবেদন করা হলেও বিভিন্ন বিষয় চিন্তা করে সমাবেশের স্থান পরিবর্তন করে সোনালী ব্যাংক চত্বরে নেওয়া হয়েছে। ইতোমধ্যে কেসিসির কাছ থেকে সড়ক ব্যবহারের অনুমতি পাওয়া গেছে। মাইকসহ আনুষাঙ্গিক অনুমতি চেয়ে কেএমপিতে চিঠি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কেএমপি বিশেষ শাখার উপ-কমিশনার রাশিদা বেগম বলেন, বিএনপির চিঠি পাওয়া গেছে। পরে বিস্তারিত জানানো হবে।