খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা
  রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

২১ বছর পর মিস ইউনিভার্স শিরোপা জিতলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

মিস ইউনিভার্সের ৭০তম আসরের মুকুট উঠেছে ভারতের এক তরুণীর মাথায়। ২০০০ সালে লারা দত্তের পর প্রথমবারের মতো দেশটির হয়ে এই খেতাব অর্জন করলেন ২১ বছর বয়সী হারনাজ সান্ধু।

এবারের মিস ইউনিভার্সের ফাইনাল আসর বসে ইসরায়েলের ইলাত শহরে। সোমবার সেখানে চূড়ান্ত বিজয়ী হিসেবে মুকুট তুলে ধরেন হারনাজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্যারাগুয়ে ও সাউথ আফ্রিকার দুই তরুণী।

বিজয়ী হিসেবে হারনাজের নাম ঘোষণা করতেই তিনি আনন্দাশ্রুতে ভেঙে পড়েন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হারনাজের মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন গত আসরের বিজয়ী মেক্সিকোর আন্দ্রেয়া মেসা।

এর আগে দুইবার মিস ইউনিভার্স পেয়েছে ভারত। ২০০০ সালে লারা দত্তের আগে ১৯৯৪ সালে এই মুকুট পরেন সুস্মিতা সেন। এবার তাদের সঙ্গে নাম বসালেন চন্ডিগরের মেয়ে হারনাজ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!