খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

২০ হাজার বছর আগেও করোনার হানা

আন্তর্জা‌তিক ডেস্ক

গত দেড় বছর ধরে বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনাভাইরাস। এরই মধ্যে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এই প্রথম নয়, প্রায় ২০ হাজার বছর আগেও পৃথিবীতে থাবা বসিয়েছিল এই মারণ ভাইরাস। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

জিনোম সম্পর্কিক একটি গবেষণায় জানা গেছে, প্রায় ২০ হাজার বছর আগে পূর্ব এশিয়াতে থাবা বসিয়েছিল করোনাভাইরাস। সম্প্রতি ‘কারেন্ট বায়োলজি’ নামক জার্নালে এই গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়। কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়া স্যান ফ্রান্সিসকো ও ইউনিভার্সিটি অফ অ্যাডিলেডে যৌথভাবে এই গবেষণা চালায়।

কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজির এক গবেষক জানান, মানুষের জিনোমের বিবর্তন জানার চেষ্টা করা হয় এই গবেষণার মাধ্যমে। জানা যায়, ২০ হাজার বছর আগে পূর্ব এশিয়াতে থাবা বসিয়েছিল করোনাভাইরাস। সেই ভাইরাসের চরিত্রের সঙ্গে আজকের করোনাভাইরাসের চরিত্রের বেশ মিল রয়েছে।

তিনি আরও বলেন, মূলত চীন, জাপান, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে এই ভাইরাসের দাপট দেখা গিয়েছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ওই সময় করোনার হাত থেকে কীভাবে রক্ষা পেয়েছিল সাধারণ মানুষ।

গবেষণায় জানা গেছে, এই ধরনের মহামারির ফলে মানুষের জিনোম বিস্তর পরিবর্তনের মধ্য দিয়ে যায়। বহু ভাইরাসের বিরুদ্ধে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে।

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও করোনার ফলে একাধিক মহামারি ঘটেছিল। ২০০২ সালে সার্স-এর ফলে চীনে ৮০০ মানুষের মৃত্যু হয়েছিল। ২০১২ সালে মার্স বা মিডিল ইস্ট রেসপিরেটরি সিস্টেমে আক্রান্ত হয়ে সৌদি আরবে মৃত্যু হয় ৮৫০ জনের।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!