কলকাতা পুলিশের করা সব মামলায় ২০ দিন পর জামিন পেলেন ভারতীয় ইউটিউবার রোদ্দুর রায়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করার জন্য কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল ।
সোমবার বেলা ২টায় রোদ্দুর রায়কে শুনানির জন্য কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে রোদ্দুরের বিরুদ্ধে সব মামলায় জামিন দেয় আদালত।
তবে ভারতের জাতীয় পতাকা অবমাননা করার জন্য ইউটিউবার রোদ্দুর রায়কে ভিডিও মারফত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
রোদ্দুর রায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করা ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী, পুলিশ, সর্বোপরি জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগ রয়েছে।
এমনকি সম্প্রতি বলিউড সংগীতশিল্পী কে কের মৃত্যু আর রূপঙ্কর বাগচীর মন্তব্য নিয়ে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ান রোদ্দুর রায়।
তার বিরুদ্ধে কলকাতার হেয়ার স্ট্রিট, বড়তলা থানা, লেক থানা ও পাটুলি থানায় এফআইআর দায়ের হয়।
৭ জুন গোয়া থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। রোদ্দুর রায়ের গ্রেপ্তারের ঘটনা নিয়ে বিতর্কে ঝড় ওঠে পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে।
খুলনা গেজেট/ এস আই