খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

২০ কোটি টাকার বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস এপ্রিলে

ক্রীড়া প্রতিবেদক

১-১০ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হবে। এই গেমস আয়োজনের জন্য ২০ কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে। আজ (রোববার) বাংলাদেশ গেমসের সাংগঠনিক কমিটির সভায় এই বাজেট অনুমোদিত হয়।

অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল এই সভায় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বিওএ-র সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, তথ্য মন্ত্রনালয়ের মাননীয় সচিব, সাভার ৯ম পদাতিক ডিভিশনের জিওসিসহ সাংগঠনিক কমিটির অন্যান্য কর্মকর্তাগণ।

আজকের সভায় আরচ্যারির ভেন্যু পরিবর্তন হয়েছে। আগে আরচ্যারি হওয়ার কথা ছিল কুয়াকাটায়। আজকের সভা শেষে আরচ্যারি কুয়াকাটার পরিবর্তে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ভেন্যুর তালিকায় নতুন সংযোজন হয়েছে কুমিল্লা। ব্যাডমিন্টন ডিসিপ্লিনের খেলা কুমিল্লা ভেন্যুতে যা আগে ছিল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম।

নারীদের ক্রিকেট সিলেটে, পুরুষদের ক্রিকেট বরিশালে, কারাতে বান্দরবানে, রাগবী রংপুরে, টেনিস রাজশাহীতে, ভলিবল নড়াইলে এবং ভারোত্তোলন ময়মনসিংহে আয়োজন করার সিদ্ধান্ত আগেই হয়েছিল।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনূর বলেন, ‘সামগ্রিক দিক বিবেচনা করে আরচ্যারি ফেডারেশন কুয়াকাটার পরিবর্তে গাজীপুরে আয়োজন করতে চেয়েছে। সাংগঠনিক কমিটি এতে সম্মত হয়েছে। নতুন ভেন্যু হিসেবে কুমিল্লা যোগ হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন গেমস আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।’

ভার্চুয়াল সভায় সভার অন্য সিদ্ধান্তগুলোর মধ্যে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আকর্ষনীয় করা এবং গেমস উপলক্ষে বিদেশ থেকে আমদানিকৃত মালামালসহ গেমসের জন্য বরাদ্দকৃত অর্থের ভ্যাট ও ট্যাক্স মওকুফ করার সিদ্ধান্ত হয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!