খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

২০৩২ ইউরো আয়োজন করতে চায় ইতালি

ক্রীড়া প্রতিবেদক

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ২০৩২ সালের আসরটি আয়োজন করতে চায় ইতালি। এজন্য উয়েফার কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে তারা। ইতালিয়ান ফুটবল ফেডারেশন এফআইজিসি বিষয়টি নিশ্চিত করেছে।

আসরটি আয়োজনের অনুমতি পেলে ১০টি শহরে ম্যাচ হবে বলে জানিয়ে দিয়েছে এফআইজিসি; মিলান, তুরিন, ভেরোনা, জেনোয়া, বোলোনিয়া, ফ্লোরেন্স, রোম, নেপলস, বারি ও কাইয়ারিতে।

ইতালি প্রাথমিকভাবে ২০২৮ ইউরো কিংবা ২০৩০ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু গত বছর এফআইজিসি বলেছিল, ২০৩২ ইউরো আয়োজন করলে দেশের স্টেডিয়াম অবকাঠামো আধুনিকীকরণের জন্য বেশি সময় পাবে তারা।

২০২৮ কিংবা ২০৩২ ইউরো আয়োজনের জন্য বুধবার তুরস্কও বিড জমা দিয়েছে। ব্রিটেন ও আয়ারল্যান্ড ২০২৮ ইউরো যৌথভাবে আয়োজন করতে চায়।

উয়েফা জানিয়েছে, সামনের মাসগুলিতে ‘প্রতিটি বিড মূল্যায়ন করে’ অক্টোবরে সংস্থাটির কার্যনির্বাহী কমিটি উভয় আসরের স্বাগতিক স্বত্বের ওপর ভোট দেবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!