খুলনা, বাংলাদেশ | ১৯ মাঘ, ১৪৩১ | ২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
  যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ৬ আরোহি নিয়ে বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা
ইসির রোডম্যাপ ঘোষণা

২০২৪ সালের জানুয়ারিতে নির্বাচন

গেজেট ডেস্ক

২০২৪ সালের জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। ২০২৩ সালের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, রোডম্যাপে যেসব পরিকল্পনা করা হয়েছে, তা বাস্তবায়ন করা গেলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় রাজনৈতিক দলের অনেক পরামর্শ নেয়া যায়নি।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানান, ইসির একার পক্ষে এই রোডম্যাপ বাস্তবায়ন সম্ভব নয়।

নির্বাচন কমিশনার আহসান হাবীব জানান, ব্যতিক্রমধর্মী না হলেও আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন অনেক প্রশ্নের সম্মুখীন, আস্থাশীলতার ঘাটতি আছে। তবুও কমিশন শতভাগ আন্তরিকতা ও চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন সুষ্ঠু করবে।

তিনি আরও জানান, এবার নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা হবে। এজন্য আগের নীতিমালা পর্যালোচনা করে আগামী বছরের জানুয়ারিতে নতুন নীতিমালা তৈরি করা হবে।

তবে, অসুস্থ থাকায় রোডম্যাপ ঘোষণায় উপস্থিত ছিলেন না প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!