২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্দ্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে আসছে ডিসেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ঢাকা-মেহেরপুর সড়কের নাম স্বাধীনতা সড়ক করে দুই দেশের জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলেও জানান মন্ত্রী।
দোরাইস্বামীর সাথে বৈঠকে যৌথ নদী কমিশন, এয়ার বাবল, সীমান্ত হত্যা বন্ধ, সমুদ্র সীমানা নিয়ে জটিলতা দূর করাসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলে জানান আব্দুল মোমেন।
খুলনা গেজেট / এমএম