খুলনা, বাংলাদেশ | ১৫ পৌষ, ১৪৩১ | ৩০ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

২০২০ সালের সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলার মেসি

ক্রীড়া প্রতিবেদক

ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলার লিওনেল মেসি। দ্বিতীয় স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ফোর্বসের মতে মেসির বাৎসরিক আয় প্রায় ১২৬ মিলিয়ন ডলার। আর রোনালদোর আয় ১১৭ মিলিয়ন ডলার। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নেইমার দ্য সিলভা। আর চতুর্থ স্থানে কালিয়ান এমবাপে। সেরা দশে স্থান পাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের তিনজন ফুটবলার হলেন— মোহাম্মদ সালাহ, পল পগবা ও ডেভিড ডি গিয়া। সালাহ আছেন পঞ্চম স্থানে, পগবা ষষ্ঠ ও ডি গিয়া দশম। বার্সেলোনার ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান আছেন সপ্তম স্থানে।

রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা গ্যারেথ বেলের ২০১৯-২০ মৌসুমটা ভালো না কাটলেও তিনি অবস্থান নিয়েছেন অষ্টম স্থানে। তার বাৎসরিক আয় ২৯ মিলিয়ন ডলার।

দুর্দান্ত একটি মৌসুম কাটানো বায়ার্ন মিউনিখের পোলিস স্ট্রাইকার রবার্ত লেভানডোফোস্কি আছেন নবম স্থানে।

অবশ্য এই তালিকার সেরা তিনে কোনো পরিবর্তন হয়নি। ২০১৯ সালেও মেসি শীর্ষে ছিলেন, রোনালদো দ্বিতীয় স্থানে আর নেইমার তৃতীয়। এবারও যথারীতি তাই।

বাৎসরিক উপার্জনের দিক দিয়ে সেরা দশ:

১. লিওনেল মেসি (বার্সেলোনা ও আর্জেন্টিনা) — ১২৬ মি. ডলার;
২. ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস ও পর্তুগাল) — ১১৭ মি. ডলার;
৩. নেইমার দ্য সিলভা (পিএসজি ও ব্রাজিল) — ৯৬ মি. ডলার;
৪. কালিয়ান এমবাপে (পিএসজি ও ফ্রান্স) — ৪২ মি. ডলার;
৫. মোহাম্মদ সালাহ (লিভারপুল ও মিশর) — ৩৭ মি. ডলার;
৬. পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড ও ফ্রান্স) — ৩৪ মি. ডলার;
৭. আঁতোয়ান গ্রিজমান (বার্সেলোনা ও ফ্রান্স) — ৩৩ মি. ডলার;
৮. গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ ও ওয়েলস) — ২৯ মি. ডলার;
৯. রবার্ত লেভাডোফস্কি (বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ড) — ২৮ মি. ডলার;
১০. ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড ও স্পেন) ২৭ মি. ডলার।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!