খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

২০১৬ সালের পুনাবৃত্তি হবে নাকি অন্যকিছু

ক্রীড়া প্রতিবেদক

২০১৫ বিশ্বকাপের পর বদলে যাওয়া বাংলাদেশের পেছনে চন্ডিকা হাথুরুসিংহের কড়া অনুশাসন বড় ভূমিকা রেখেছিলো তা বলতে দ্বিধা করেন না কেউ। সেই কড়া অনুশাসনের মধ্যে অতি গুরুত্বপূর্ণ ছিলো দলের ফিল্ডিং। প্রথম অধ্যায়ে ফিল্ডিংয়ে নড়বড়ে খেলোয়াড়দের ছাঁটাইয়ে ন্যুনতম চিন্তাও করেননি কোচ।

সাত বছর পর দ্বিতীয় অধ্যায়ের শুরুতে জোর দিয়েছেন সেই ফিল্ডিংয়ে। ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া প্রথম ওয়ানডেতে দলের ফিল্ডিং নিয়ে সন্তুষ্ট থাকলেও তার মনোপুত হয়নি। এজন্য স্কোয়াডে শামীম হোসেন পাটোয়ারীকে নেওয়া হয়েছে বাড়তি ফিল্ডার হিসেবে।

আজ দ্বিতীয় ওয়ানডেতে তার খেলা হবে না মোটামুটি নিশ্চিত। তবে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে তাকে মাঠে নামলে বুঝে নিতেই হবে চন্ডিকার পরিকল্পনাতেই শামীম মিরপুরের সবুজ গালিচায়।

শুক্রবার (৩ মার্চ) সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হেরে ব্যাকফুটে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডে হারলেই ঘরের মাঠে আরেকটি সিরিজ হাতছাড়া বাংলাদেশের, যা হবে ২০১৫ সালের পর দ্বিতীয়বার এমন ঘটনা। প্রথমবার হয়েছিলো এই ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে।

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলার পর থেকে ঘরের মাঠে দুর্বার বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে শুরু। এরপর ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়েছে। কেবল হেরেছে ইংল্যান্ডের বিপক্ষেই। সব মিলিয়ে ৪০ ওয়ানডের ৩০টিতেই জয় বাংলাদেশের। ১৩ সিরিজের জয় ১২টিতেই।

এবারও কি ইংল্যান্ডকে হারানো স্বপ্ন স্বপ্ন-ই হয়ে থাকবে! ৮ বছর আগে ফিরে গেলে দেখা যাবে দুই দলের দ্বিপক্ষীয় সফরের প্রথম ম্যাচেই হেরেছিলো বাংলাদেশ। এবারও তিন ম্যাচের ওয়ানডের প্রথমটিতে হার। সেবার দ্বিতীয় ওয়ানডে জিতে মাশরাফি বিন মুর্তজা সমতা ফিরিয়েছিলেন। কিন্তু চট্টগ্রামে শেষ হাসিটা আর হাসতে পারেনি বাংলাদেশ। ফলাফল ইংল্যান্ডের ২-১ ব্যবধানে সিরিজ জয়।

এবারও কী তেমন কিছুই হতে যাচ্ছে? ২০১৬ সালের পুনাবৃত্তি হবে নাকি অন্যকিছু।

ইংল‌্যান্ড প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে। বাংলাদেশ আজ বিজয়ের হাসি আঁকতে পারলে সিরিজে সমতা ফেরাবে। নয়তো বিশ্ব চ‌্যাম্পিয়নদের মাথায় চলে যাবে সিরিজ জয়ের মুকুট। সিরিজের প্রতিদ্বন্দ্বীতা টিকিয়ে রাখতে আজ বাংলাদেশের জয়ের বিকল্প নেই। নয়তো এক ম‌্যাচ আগেই জস বাটলার জিতে নেবেন সিরিজ। চট্টগ্রামে শেষ ওয়ানডে হয়ে যাবে নিয়মরক্ষার মতোই।

 

বাংলাদেশকে বড় আশা দেখা পারে ২০১৫ সালের দক্ষিণ আফ্রিকা সিরিজ। সেবার তিন ম‌্যাচ সিরিজের প্রথমটিতে হারের পর শেষ দুই ওয়ানডেতে প্রতিপক্ষকে টিকতে দেয়নি। ইংল‌্যান্ড প্রথম ওয়ানডে জিতেছে ঠিকই। কিন্তু বাংলাদেশের ভালো সুযোগ আছে শেষ দুই ওয়ানডে জিতে সিরিজ জিতে নেওয়ার। এজন‌্য প্রথম ওয়ানডের ভুলগুলো একদমই করা যাবে না।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ওই লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে ছিলো। অন্যদিকে দেয়াল হয়ে দাঁড়িয়ে ১১৪ রানের ইনিংস খেলেন ডেভিড মালান। তাতেই ম‌্যাচ জিতে নেয় সহজে।

মাঠে নামার আগে দুই দলই কাটিয়েছে হোটেলে। ঐচ্ছিক অনুশীলন থাকায় মাঠে খেলোয়াড়দের আনাগোনা ছিলো একেবারেই কম। হোটেলেই জিম, সুইমিং করে কেটেছে তাদের সময়। ইংল‌্যান্ডের ক্রিকেটাররা বেশ ফুরফুরে থাকলেও স্বাগতিক শিবিরে চিন্তা ভাজ। কারণ বিশ্ব চ‌্যাম্পিয়নদের হারানোর কাজটা এতটা সহজ জয়। শুধু ব‌্যাটিং-বোলিং নয় নিজেদের মানসিকভাবে শক্ত রাখার কাজটাও করতে হচ্ছে।

রাতে টিম হোটেলে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের সাহস জোগাতে, লড়াইয়ের অনুপ্রেরণা দিতে গিয়েছিলেন হোটেলে। কিন্তু ব‌্যক্তিগত কাজে বাইরে থাকায় সাকিবের সঙ্গে বিসিবি সভাপতির দেখা হয়নি। কোচ, অধিনায়ক ও অন‌্যান‌্য খেলোয়াড়দের উপস্থিতিতে ওপেন ফ্লোর আলোচনায় পুরো দলকে অভয় দিয়ে নাজমুল হাসান লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। মাঠে ক্রিকেটাররা সেই কাজটা করলেই হলো।

দ্বিতীয় ওয়ানডেতে একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রথম ওয়ানডের একাদশ নিয়েই খেলবে বাংলাদেশ। অন‌্যদিকে ইংল‌্যান্ড চাইবে না উইনিং কম্বিনেশন ভাঙতে। দুই দলের সিরিজ জয় ও বাঁচানোর মহারণ মিরপুর শের-ই-বাংলায় শুরু হবে দুপুর ১২টায়। দেখা যাবে টি স্পোর্টস ও গাজী টেলিভিশনে।

খুলনা গেজেট/ এসডেজ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!