মুক্তির তিন দিনেই সালমান খান ও ক্যাটরিনা কাইফের ‘টাইগার ৩’ সিনেমার আয় বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি ছাড়িয়েছে। ভারতীয় বাজারে আয় করেছে প্রায় ১৫০ কোটি রুপি।
বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, মুক্তির তৃতীয় দিনে ভারতীয় বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৪২ কোটি রুপি। প্রথম দিনের ৪৪ কোটি ৫০ লাখ রুপি ও দ্বিতীয় দিনের ৫৯ কোটি রুপিসহ তিন দিনে সিনেমাটি শুধু ভারতীয় বক্স অফিস থেকেই আয় করেছে ১৪৫ কোটি ৫০ লাখ রুপির বেশি। মঙ্গলবারের শোতে ‘টাইগার ৩’-এর দখল ছিল ৩৩.৫৪ শতাংশ। দিন যতই গড়িয়েছে, দর্শকের চাপ ততই বেড়েছে।
গত ১২ নভেম্বর মুক্তি পাওয়া ‘টাইগার ৩’ বলিউডের ইতিহাসে এ পর্যন্ত যত সিনেমা দীপাবলিতে মুক্তি পেয়েছে, প্রথম দিনের আয়ের অঙ্কে এটিই সর্বোচ্চ। এমনকি সালমানের ব্যক্তিগত ক্যারিয়ারেও এটি সর্বোচ্চ ওপেনিং।
এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। ২০১৯ সালের ‘ভারত’ সিনেমার পর আবার একসঙ্গে দেখা দিয়েছেন সালমান ও ক্যাটরিনা। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবির ভিলেন চরিত্রে রয়েছেন ইমরান হাশমি। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।
খুলনা গেজেট/এনএম