খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

২০তম মৃত্যুবার্ষিকীতে রাজনীতিক ও সাংবাদিক সৈয়দ ঈসাকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট রাজনীতিক ও সাংবাদিক সৈয়দ ঈসাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ ।

সোমবার (৩ মে) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, সকলের শ্রদ্ধা ও ভালোবাসার সৈয়দ ঈসাকে ২০তম মৃত্যু বার্ষিকীতে করোনার প্রাদুর্ভাবের কারনে আনুষ্ঠানিকভাবে তাঁকে স্মরণ করা সম্ভব হয়নি। তিনি খুলনা জেলা বিএনপির আহবায়ক ও সাধারন সম্পাদক এবং মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে নিরলসভাবে কাজ করেছেন। ক্ষুরধার লেখনি, সুবক্তা, বিনয়ী, সাহসী, সত্যবাদী ও কর্মীবান্ধব জননেতা সৈয়দ ঈসা বেঁচে থাকবে সকলের মাঝে বহুকাল। ২০তম মৃত্যুবার্ষিকীতে মহান রাব্বুল আলামিনের কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন মহানগর সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা সাধারণ সম্পাদক আমির এজাজ খান।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!