তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার দুই দিনের সফরে আগামী ৫ মে (শুক্রবার) খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী সচিব ৫ মে বেলা আড়াইটায় খুলনা তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন। এরপর বিকাল সাড়ে তিনটায় বাগেরহাট জেলা তথ্য অফিস পরিদর্শন করবেন। বিকেল সাড়ে চারটায় বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ এবং খানজাহান আলীর মাজার পরিদর্শন করবেন।
তিনি ৬ মে সকাল ১০টায় বিটিভি’র খুলনা উপকেন্দ্র, জেলা তথ্য অফিস এবং বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র পরিদর্শন করবেন। বিকালে সচিব ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
খুলনা গেজেট/ এসজেড