যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ্ব -১৭) ফাইনাল খেলা মঙ্গলবার (৯ জুলাই) বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় অংশগ্রহন করে নওয়াপাড়া পৌরসভা ও শ্রীধরপুর ইউনিয়ন দল। খেলাটি উদ্বোধন করেন যশোর-৪ আসনের এমপি এনামুল হক বাবুল। খেলায় শ্রীধরপুর ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে নওয়াপাড়া পৌরসভা ফাইনালে উন্নীত হয়।
খেলায় উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইন, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু ও সাফিয়া খানম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্ল্কি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার (আইসিটি) আহসান কবির, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাবেক খেলোয়াড় ও যশোর জেলা রেফারি সমিতির যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, অহিদুজ্জামান, ভীম চন্দ্র দে, তুষার, শহিদুল ইসলাম, ফরিদুল ইসলাম সহ ক্রীড়ামোদীরা।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃন্দরা। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক সমীর সরকার ও ইস্রাফিল হোসেন। খেলা পরিচালনা করেন ফেরাদাউস, হাফিজ, মনোজিত। চতুর্থ রেফারি ছিলেন আজিজুর রহমান।
খুলনা গেজেট/এএজে