তিন ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসবে ভারত। আজ সোমবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে ও টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। নিউজিল্যান্ডের মাটিতে সিরিজটি অনুষ্ঠিত হবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই।
বিশ্বকাপ পরবর্তী সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দিবে ভারত। বাংলাদেশের সফরে দুজনই সঙ্গী হবেন দলের। এ ছাড়া, টাইগারদের সঙ্গে সিরিজটি দিয়ে দলে ফিরবেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সর্বশেষ এশিয়া কাপে হাঁটুতে চোট পেয়ে দলের বাইরে এই তারকা। ভারতীয় স্কোয়াডে নতুন মুখ বাঁহাতি পেসার যশ দয়াল।
১ ডিসেম্বর ঢাকায় আসার পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪, ৭ ও ১০ ডিসেম্বর।
প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৪ ডিসেম্বর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুর হবে ২২ ডিসেম্বর থেকে, ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
২০১৫ সালে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত। এবারের সফরের ওয়ানডেগুলো আইসিসি সুপার লিগের তালিকাভুক্ত না হলেও টেস্ট দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় উভয় দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের বিপক্ষে ভারতের স্কোয়াড (ওয়ানডে) : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, ঈষান কিষাণ, রবীন্দ্র জাদেজা, রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, দীপক চাহার, যশ দয়াল।
বাংলাদেশের বিপক্ষে ভারতের স্কোয়াড (টেস্ট) : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, উমেশ যাদব।