স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যার মোট দাম পড়বে ১৭৪ কোটি ৬৬ লাখ টাকা। এতে প্রতি লিটারে খরচ পড়বে ১৫৮ দশমিক ৭৯ টাকা।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুযারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার সভায় এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। এছাড়া এই বৈঠকে মোট ১২টি প্রস্তাব অনুমোদন পেয়েছে। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সভাশেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, ২০২৩-২৪ অর্থবছরের জন্য আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১৬৬ কোটি ৭৫ লাখ টাকায় ৫০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩০৩ দশমিক ১৯ মার্কিন ডলার। আট হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানি করা হবে, যার মোট দাম পড়বে ৮৩ কোটি ১২ লাখ টাকা। সৌদি আরব থেকে জিটুজি পদ্ধতিতে ২৫৩ কোটি ৪৪ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন সার আমদানি করা হবে, যার প্রতি মেট্রিক টন দাম পড়বে ৫৭৬ ডলার।
এ ছাড়া ১৪ হাজার ২৫০টি কমিউনিটি ক্লিনিকের জন্য ওষুধ কেনা হবে, যার দাম পড়বে ১৪৯ কোটি ৯৯ লাখ টাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণে ১৮৯ কোটি ৫৭ লাখ টাকার একটি প্রকল্পও অনুমোদন পেয়েছে। কর্ণফুলী সার কারখানার জন্য আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৩০ হাজার মেট্রিক টন গ্র্যানিউলা ইউরিয়া সার আমদানি করা হবে, প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৭১ দশমিক ৩৭ মার্কিন ডলার এবং ১০ হাজার মেট্রিক টন ফসফসরিক এসিডও আমদানি করা হবে। তাছাড়া বৈঠকে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খুলনা গেজেট/ এএজে