আবারও পাকিস্তান ভেঙ্গে দুই ভাগ হবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে তালেবান। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে তাদের বৈরিতা বাড়ছে। তারই ধারাবাহিকতায় এবার পাকিস্তান ভাঙার ঘোষণা দিলেন তালেবানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সাতানকজাই।
গণমাধ্যমটির এক রিপোর্টে বলা হয়, ১৯৭১ সালে যেভাবে পাকিস্তান থেকে বাংলাদেশ বেরিয়ে গিয়েছিল, সেই একই ঘটনার পুনরাবৃত্তির হুমকি দিয়েছে তালেবান। এক সমাবেশে ভাষণ দেয়ার সময় আব্বাস সাতানকজাই দাবি করেন, পাকিস্তান দু টুকরো হতে চলেছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেকার ভুয়া ডুরান্ড লাইন মানে না তালেবান। ডুরান্ড লাইনের এপার-ওপার দুটোই আসলে আফগানিস্তান।
আফগানিস্তানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে নিজ দেশে থাকা আফগান শরণার্থীদের তাড়িয়ে দিচ্ছে পাকিস্তান। আর এতে আরও ক্ষুব্ধ হয়েছে তালেবানরা। উল্লেখ্য, ডুরান্ড লাইন হল আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্ত রেখা। এ রেখাটি পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে প্রায় ২,৬৭০ কিলোমিটার জুড়ে অবস্থিত।
তৎকালীন বৃটিশ ভারতীয় সিভিল সার্ভিসের একজন বৃটিশ কূটনৈতিক মার্টিমার ডুরান্ড ও আফগান রাজা আমীর আবদুর রহমান খান তাদের নিজ নিজ দেশের সীমা নির্ধারণের জন্য ১৮৯৩ সালে বৃটিশ ভারত ও আফগানিস্তানের আমিরাতের মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে ডুরান্ড লাইন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে পাকিস্তান স্বাধীন হওয়ার পরেও ওই সীমানা বজায় থাকে।
উইকিপিডিয়া অনুযায়ী, আফগানরা কখনো ডুরান্ড লাইনকে স্বীকার করেননি। কারণ এটি পশতুন উপজাতীয় এলাকা ও বেলুচিস্তান অঞ্চলের মধ্য দিয়ে হওয়ার কারণে রাজনৈতিকভাবে জাতিগত পশতুনদের পাশাপাশি বেলুচ এবং অন্যান্য জাতিগোষ্ঠীকে বিভক্ত করেছে, যারা এখন সীমান্তের উভয় পাশে বাস করে। তালেবান উপ পররাষ্ট্রমন্ত্রীও তার বক্তব্যে এই কথাই বলেন।
খুলনা গেজেট/ টিএ