দীর্ঘ ১৬ বছর পর আগামী ৬ সেপ্টেম্বর যশোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হতে যাচ্ছে। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুলাহ আল সায়েম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার রাতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি চলতি বছরের ২৮ জুন ভেঙে দেয়া হয়। এরপর নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগামী ৬ সেপ্টেম্বর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়।
এ সম্মেলন সফল করতে ভেঙে দেয়া কমিটির সভাপতি আসাদুজ্জামান মিঠুকে আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন ও সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবীরকে যুগ্ম আহবায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৬ সালে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আসাদুজ্জামান মিঠুকে সভাপতি ও নূরে আলম মিলনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি গঠন করা হয়।